জনাব শামীম আহমদ উজ্জ্বল, চিফ একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসার হিসাবে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৭/১০/২০২৪ খ্রি: তারিখে যোগদান করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এম সি কলেজ, সিলেট থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) অডিট এন্ড একাউন্টস ক্যাডারের ৩০ তম ব্যাচের একজন কমকর্তা।
চাকুরীকালে তিনি প্রথম সিএজি কার্যালয়ে যোগদান করেন। তিনি সিএএফও হিসেবে পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং ডেপুটি সিএএফও হিসেবে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করেন। এসিএএফও হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, উপ-পরিচালক হিসেবে স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর এবং সহকারী পরিচালক হিসেবে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর, রেলওয়ে অডিট অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্রগ্রামে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি আঞ্চলিক অর্থ নিয়ন্ত্রক (আর্মি) হিসেবে ঘাটাইল, টাঙ্গাইল ক্যান্টমেন্টে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি কাতার ও শ্রীলঙ্কায় মিশন অডিট কাযর্ক্রম সম্পাদন করেন এবং ভারতে ICISA, Noida তে IT Audit প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।